ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসে সোমবার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে আসিয়ান ঢাকা কমিটি (এডিসি)।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন পূর্ব-রেকর্ড করা ভিডিও ভাষণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস ওসমান, ইন্দোনেশিয়ারর রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মো, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটের মিশন প্রধান শীলা পিল্লাই, ফিলিপাইনের চার্জ ডি অ্যাফেয়ার্স ক্রিশ্চিয়ান হোপ ভি. রেয়েস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আসিয়ান সদস্য দেশগুলোর কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
আসিয়ান পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আসিয়ান ফুড ফেস্টিভ্যাল হয়, যা সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর ভিত্তি করে আসিয়ান ঐক্য ও সম্প্রীতিকে প্রতিফলিত করে।