ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ইংরেজিতে স্নাতকদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শের জন্য শুক্রবার ওয়েবিনারের আয়োজন করেছে।
ইউল্যাবের ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার টক ফর ইংলিশ গ্র্যাজুয়েটস’ শীর্ষক এ ওয়েবিনার শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা বলেন, ‘মিডিয়া, বহুজাতিক সংস্থা, উদ্যোক্তা, এনজিওসহ ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্র ইংরেজি স্নাতকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে আমাদের।’
আলোচনায় থাকছেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. আবদুল হাই মিল্টন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডা’র সিনিয়র সহকারী সচিব মনদীপ ঘরাই।
অধ্যাপক শামসাদ মর্তুজা ইউএনবিকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা (ইংরেজি গ্র্যাজুয়েটস) কেবলমাত্র শিক্ষাকতায় নিযুক্ত হতে পারেন বলে যে ধারণা রয়েছে তা এটি (ওয়েবিনর) পরিবর্তন করবে। আমরা এ ভুল ধারণা দূর করতে চাই।’