ওয়েবিনার
নর্ডিক দেশগুলো বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব করতে আগ্রহী: কসমস ডায়ালগে রাষ্ট্রদূতেরা
ঢাকায় নিযুক্ত নর্ডিক রাষ্ট্রদূতেরা বলেছেন যে তাদের দেশগুলো আগামী ৫০ বছর ও তার পরেও বন্ধুত্ব অব্যাহত রাখতে বাংলাদেশের সঙ্গে ‘শক্তিশালী ও টেকসই’ অংশীদারিত্ব করতে চায়, যেখানে বৃহত্তর সহযোগিতার লক্ষ্যে সুযোগ অন্বেষণে প্রধান খাতগুলো থাকবে-জলবায়ু, সবুজ রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর, সুস্থ মহাসাগর, লিঙ্গ সমতা, বাণিজ্য ও বিনিয়োগ।
কসমস ডায়ালগে যৌথভাবে প্রস্তুত মূল বক্তব্য প্রদানকালে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর সভেনডসেন ও বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেনও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, বহুপক্ষীয়তা, বৈশ্বিক সংহতি, আন্তর্জাতিক আইন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বদেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরেন।
কসমস গ্রুপের জনহিতকর বিভাগ ‘কসমস ফাউন্ডেশন’ তার চলমান রাষ্ট্রদূতের বক্তৃতা সিরিজের অংশ হিসেবে ‘বাংলাদেশ-নর্ডিক সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক ওয়েবিনার বৃহস্পতিবার সন্ধ্যা ইউএনবি’র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবে।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত পণ্ডিত-কূটনীতিক ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান।
এছাড়া, আলোচনায় আরও যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ও ড. লাইলুফার ইয়াসমিন।
ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন বলেন, ‘এই ৫০ বছরে আমরা একসাথে একটি উল্লেখযোগ্য যাত্রা করেছি। আমাদের অংশীদারিত্ব চ্যালেঞ্জ ও সাফল্যের মধ্যদিয়ে হয়েছে। আর আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, এটা বলা ন্যায্য হবে যে নর্ডিকরা বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হয়ে থাকতে চায়।
আরও পড়ুন: বাংলাদেশ-নর্ডিক সম্পর্ক নিয়ে কসমস ডায়লগ বৃহস্পতিবার
২ বছর আগে
জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে গবেষণা প্রয়োজন: বিশেষজ্ঞ মত
জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে প্রথমে বাংলাদেশের একটি বিস্তৃত গবেষণা করা উচিত বলে শনিবার জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক হাসিব চৌধুরী বলেন, 'আমাদের কোথায় জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা তৈরি করতে হবে এবং কতটুকু ক্ষমতার হবে তা নিয়ে একটি গবেষণা করা দরকার। এবং এতে একটি বিশাল ব্যয় জড়িত।'
আরও পড়ুন: দেশের উন্নয়নের জন্য আরও জ্বালানি প্রয়োজন: প্রধানমন্ত্রী
পাওয়ার ও এনার্জি ম্যাগাজিন আয়োজিত 'বাংলাদেশ পাওয়ার সিস্টেমে স্টোরেজ অ্যাপ্লিকেশন' শীর্ষক ওয়েবিনারে তিনি এই বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ও খরচ উভয়ই বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের একটি জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা দরকার।
তিনি আরও বলেন, 'তবে জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা বাংলাদেশের জন্য অবশ্যই ব্যয়বহুল হবে। এ জাতীয় ব্যবস্থা নবায়নযোগ্য উত্স থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।'
তিনি বলেন, দেশে বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হলে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার আরও সহজ হবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক জিয়াউর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (শ্রেডা) চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, এবং জিআইজেডের প্রোগ্রাম সমন্বয়কারী আল মোদব্বির বিন আনাম প্রমুখ।
আরও পড়ুন: জ্বালানি খাতে মাসুল বাড়াচ্ছে একাধিক নিয়ন্ত্রক সংস্থা
আমেরিকা ভিত্তিক অটোমেশন এবং পাওয়ার সলিউশন সফ্টওয়্যার সংস্থা ইটিএবি-এর ভাইস প্রেসিডেন্ট ডা. আহমেদ সাবের এই বিষয়টির ওপর একটি প্রেজেন্টেশনদেন এবং ম্যাগাজিনটির সম্পাদক মোল্লা আমজাদ সেমিনারটি পরিচালনা করেন।
ডা. সাবের বলেন, একটি জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা ভিন্নভাবে তৈরি করা দরকার। যেমন ব্যাটারি সিস্টেম এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত এবং নমনীয় যা ৯০ শতাংশ পর্যন্ত জ্বালানি দক্ষতাসম্পন্ন।
তিনি বলেন, যদি সৌর, বায়ু এবং ব্যাটারির সমন্বয়ে কোনো স্টোরেজ সিস্টেম তৈরি করা হয়, তবে এটি সঠিকভাবে কাজ করবে।
তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে সৌর ও বায়ু থেকে উত্পন্ন শক্তি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। 'তবে এর সাফল্য নির্ভর করে সিস্টেমটির সঠিক মডেলিংয়ের উপর।'
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী আদিল চৌধুরী বলেছেন, একটি জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা উত্তরাঞ্চলের কম ভোল্টেজ সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষে সহায়ক হবে।
তার মতে, কেপটিভ জেনারেশন এই স্টোরেজ সিস্টেমের মাধ্যমে গ্রিড পাওয়ার দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে।
আরও পড়ুন: বিদ্যুৎ উৎপাদন: দেশে প্রচলিত উৎস থেকে অনেক পিছিয়ে নবায়নযোগ্য জ্বালানি
মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ যা তার ৫ বছরের পরিকল্পনায় প্রতিফলিত হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ আল মোদাব্বের বলেছেন, বাংলাদেশে এখন ১০ লাখেরও বেশি বৈদ্যুতিক যানবাহন রয়েছে যা স্টোরেজ সিস্টেমের মাধ্যমে রিচার্জ করার জন্য বিদ্যুৎ ব্যবহার করতে পারে।
৩ বছর আগে
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আঞ্চলিক, বহুপাক্ষিক উদ্যোগ চায় ঢাকা
বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও একটি বাধ্যতামূলক অগ্রাধিকার হিসেবে থাকায় এ বিষয়ে আঞ্চলিক বা বহুপাক্ষিক উদ্যোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন।
তিনি বলেন, 'মানবাধিকার ইস্যুতে কাজের মাধ্যমে কানাডা এই ধরনের উদ্যোগে নেতৃত্ব দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। বাংলাদেশ সর্বদা এই দিক থেকে কানাডা এবং অন্যান্য অংশীদারদের সাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।'
আরও পড়ুন: উখিয়ায় অগ্নিকাণ্ডে ৩ রোহিঙ্গা দোকান কর্মচারী নিহত
ড. মোমেন মঙ্গলবার রাতে `রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া: প্রত্যাবাসন ও জবাবদিহিতা উদ্যোগে কানাডার ভবিষ্যত ভূমিকা' শীর্ষক ওয়েবিনারে এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গারাও যত তাড়াতাড়ি সম্ভব সুরক্ষা ও মর্যাদার সাথে দেশে ফিরতে উদগ্রীব হয়ে আছে।
তিনি বলেন, ‘এই দুর্দশাগ্রস্ত মানুষদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। কেবল আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই স্থগিত প্রত্যাবাসন বাস্তবে রূপ নিতে পারে।'
আরও পড়ুন: ৬ষ্ঠ দফায় ভাসানচরের পথে ২৪৯৫ রোহিঙ্গা
কনফ্লিক্ট অ্যান্ড রেসিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডার সহযোগিতায় কানাডায় বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (বিসিবিএস) রোহিঙ্গা সঙ্কট নিরসনে প্রথম ওয়েবিনারের আয়োজন করে।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডা. খলিলুর রহমান, সিনেটর মেরিলো ম্যাকফেডরান সিএম, হিদার ম্যাকফারসন, ব্র্যাড রেডেকপ, অধ্যাপক জন প্যাকার এবং ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট রেজোলিউশনের অধ্যাপক নিউবার্গার-জেসিন প্রমুখ এই ওয়েবিনারে বক্তব্য দেন।
অধিবেশনটির মডারেটর ছিলেন সিআরআরসি’র নির্বাহী পরিচালক ড. কাওসার আহমেদ।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
শিগগরই সমাধান না হলে রোহিঙ্গা সংকট বিস্তৃত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হতে পারে বলে বক্তারা জানান।
তারা বলেন, কানাডাকে অবশ্যই মানবিক সহায়তা অব্যাহত রাখতে, কার্যকর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং মিয়ানমারে বিনিয়োগ বন্ধ এবং আইসিজে মামলা সমর্থন করার বিষয়ে বাস্তব 'পদক্ষেপ' এবং প্রকৃত 'আগ্রহ' সহ পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, জরুরি ভিত্তিতে বহুপাক্ষিক পদক্ষেপ নেয়ার আহ্বান রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন বাস্তবায়নে হস্তক্ষেপ করতে সমমনাদের সক্ষম করবে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সক্রিয় সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
তারা জানান, তাদের পার্লামেন্টে কানাডার সরকারকে আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ), যেখানে বাংলাদেশ ও কানাডা উভয়ই সদস্য, এর মাধ্যমে সমঝোতামূলক কূটনৈতিক সমাধানসহ সংকট নিরসনে নেতৃস্থানীয় ভূমিকা নেয়ার অনুরোধ করে একটি যৌথ বিবৃতি দেয়ার আহ্বান জানানো হয়েছে।
তারা বলেন, 'আচেহ মডেলটির সম্ভাবনা খোঁজার প্রয়োজন রয়েছে যা মিয়ানমারের অভ্যন্তরে একটি কার্যকর সম্মেলনের অধীনে মিয়ানমারে সংখ্যালঘুদের অধিকারের নিশ্চয়তা দেবে।'
আরও পড়ুন: রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব: শাহরিয়ার
বক্তারা বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা হাজার হাজার রোহিঙ্গা শিশুদের 'হারানো প্রজন্ম' হিসেবে শিক্ষার চাহিদাও হারাতে হতে পারে।
৩ বছর আগে
দ্য ব্ল্যাক স্টোরি ওয়েবিনারে ‘দক্ষিণ এশিয়া ও অভিবাসীদের মধ্যে ব্ল্যাকনেস বিরোধ দূরীকরণ’ নিয়ে আলোচনা
জাতিগত অন্যায়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কসমস ফাউন্ডেশনের সহায়তায় গ্যালারি কসমস আয়োজিত চলমান ভার্চুয়াল চিত্র প্রদর্শনী 'দ্য ব্ল্যাক স্টোরি' সম্প্রতি একটি ওয়েবিনার আয়োজন করে।
৩ বছর আগে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিওয়াইএলসি’র ওয়েবিনার শনিবার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) শনিবার ‘কোভিড-১৯ সংকট এবং বেরিয়ে আসার উপায়: নারী নেতৃত্বের গল্প’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করবে।
৩ বছর আগে
নির্বিঘ্ন ই-লার্নিংয়ের জন্য উন্নত ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার তাগিদ
কোভিড-১৯ মহামারি ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে শিক্ষা ব্যবস্থায়, যার প্রভাব পড়েছে বিশ্বের ১৫০ দেশের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীর ওপর। তাই বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশে ‘ই-লার্নিং’ উদ্যোগের নিরবচ্ছিন্ন সাফল্যের জন্য প্রয়োজন আরও উন্নত ডিজিটাল অবকাঠামো।
৩ বছর আগে
ইউল্যাবে ‘ক্যারিয়ার টক ফর ইংলিশ গ্র্যাজুয়েটস’ ওয়েবিনার শুক্রবার
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ইংরেজিতে স্নাতকদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শের জন্য শুক্রবার ওয়েবিনারের আয়োজন করেছে।
৪ বছর আগে
নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি: বক্তারা
জোন্টা ইন্টারন্যাশনাল ও বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার আয়োজিত এক ওয়েবিনারে নারীর প্রতি সহিংসতা বন্ধে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনে সমন্বিত পদক্ষেপ নেয়া জরুরি বলে জানিয়েছেন বক্তারা।
৪ বছর আগে
তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ থেকে শিখতে হবে: অধ্যাপক হায়দার
অধ্যাপক ড. হায়দার এ খান বলেছেন, একবিংশ শতাব্দীর নজিরবিহীন এ সময়ে অগ্রগতির জন্য তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয়তাবাদ, প্রজ্ঞা এবং আন্তর্জাতিকতাবাদ থেকে শিক্ষা নিতে হবে।
৪ বছর আগে