ইউল্যাব
অধ্যাপক ইমরান রহমান ইউল্যাবের নতুন উপাচার্য
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইমরান রহমান। বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য এবং বাংরাদেশের রাষ্ট্রপতি আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। গতকাল ২ নভেম্বর থেকে তা এই নিয়োগ কার্যকর হয়েছে।
অধ্যাপক ইমরান রহমান ২০০৬ সালে বাণিজ্য অনুষদের ডিন হিসেবে ইউল্যাবে যোগদান করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ছিলেন।
ইউল্যাবে যোগদানের পূর্বে অধ্যাপক ইমরান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান এবং কম্পিউটার সেন্টারের চেয়ার হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন। একজন সহপ্রতিষ্ঠাতা হিসেবে ১৯৯০ সালে তিনি একটি মার্চেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা করেন এবং ৬ বছর যাবতকাল এর পরিচালনায় ছিলেন। অধ্যাপক ইমরান রহমান ম্যানচেস্টার বিজনেস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স-এ অধ্যয়ন করেছেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু
৫৯৪ দিন পর ক্লাসে ফিরলো কুবির শিক্ষার্থীরা
ইবিতে গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
৩ বছর আগে
ইউল্যাবে ‘ক্যারিয়ার টক ফর ইংলিশ গ্র্যাজুয়েটস’ ওয়েবিনার শুক্রবার
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ইংরেজিতে স্নাতকদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শের জন্য শুক্রবার ওয়েবিনারের আয়োজন করেছে।
৩ বছর আগে
নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি: বক্তারা
জোন্টা ইন্টারন্যাশনাল ও বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার আয়োজিত এক ওয়েবিনারে নারীর প্রতি সহিংসতা বন্ধে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনে সমন্বিত পদক্ষেপ নেয়া জরুরি বলে জানিয়েছেন বক্তারা।
৩ বছর আগে