করোনাভাইরাস কারণে জনস্বাস্থ্য বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত ঈদগাহ ও উন্মুক্ত স্থানের পরিবর্তে কাছের মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার সচিবালয়ের আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আন্তমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় দেশের ধর্মপ্রাণ মুসুল্লীদের এ অনুরোধ জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
এছাড়া কোরবানি পরবর্তীতে কোরবানির পশুর রক্ত/বর্জ্য পদার্থ দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে বিষয়ে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
আন্তমন্ত্রণালযয়ের ওই সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।
সভায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।