ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার বাদ আছর বঙ্গভবন দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও মাহফিলে তার পরিবারের সদস্য, তার সচিব, বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকতা ও কর্মচারীরা অংশ নেন।
মিলাদের পর দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণসহ মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন মসজিদের পেশ ইমাম সাইফুল কাবির।
মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদাৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া, দেশে করোনা মহামারিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং মহামারি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য মোনাজাত করা হয়।