দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুযোগ অন্বেষণে নেতৃত্বের ভূমিকা নিতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ২য় আনতালিয়া কূটনীতি ফোরামে ‘এশিয়া এনিউ: ফর সাসটেইনেবল রিজিওনাল গ্রোথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এসময় ড.মোমেন করোনাভাইরাস মহামারি ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নীতি এবং আগামী দুই দশকের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়ার জন্য সরকার কীভাবে নীতিমালা বাস্তবায়ন করছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক
তিনি সব দেশের জন্য সাশ্রয়ী মূল্যে সবুজ প্রযুক্তি নিশ্চিত করার গুরুত্ব এবং লাভজনক ক্ষেত্রগুলোতে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিনিয়োগের ওপর জোর দেন।
ড. মোমেন বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সাউথ-সাউথ ফোরাম গঠনের জন্য বাংলাদেশের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সমস্যাগুলোর জন্য একে অপরের ধারনা ভাগাভাগি করে নেবে এবং সবচেয়ে ভালো নীতিগুলোকে প্রচার করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে এশিয়ার বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেষ হলো এফএওর আঞ্চলিক সম্মেলন
এফএও সম্মেলন: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর