তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, আমরা যে স্বীকৃতি পেয়েছি তা বজায় রাখতে হবে, এজন্য আমাদের শিক্ষার প্রসার, উপযুক্ত দক্ষ কারিগর ও নাগরিক গড়ে তুলতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হন।
‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্যই শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ। জাতির পিতার যেই চিন্তা, আদর্শ, সেটা নিয়েই আমরা চলি। শিক্ষার খরচটাকে আমরা খরচ মনে করি না, এটাকে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য বিনিয়োগ মনে করি,’ বলেন তিনি।
আরও পড়ুন: উন্নয়নশীল দেশে উত্তরণ: সব কৃতিত্ব জনগণকে দিলেন প্রধানমন্ত্রী
অবশ্যই টিকা নেব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যুগে কী কী প্রয়োজন, সেদিকে লক্ষ্য রেখেই সরকার দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং সিভিল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় করেছে।
আরও পড়ুন: টিকা নেয়ার পর স্বাস্থ্য নির্দেশিকা ভুলে যাবেন না: প্রধানমন্ত্রী