এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাতকালে এই প্রশংসা করেন।
এডিবি বাংলাদেশকে কোভিড-১৯ টিকা ক্রয়ে সহায়তা বাবদ ৯৪০ মিলিয়ন মার্কিন ডলার দেবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে: প্রধানমন্ত্রী
গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়াতে এডিবির সাথে চুক্তি
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম ইমরুল কায়েস ইউএনবিকে এ তথ্য জানান।
এডিবির পরিচালককে উদ্ধৃত করে তিনি বলেন, ‘মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে এডিবি সরকারের প্রস্তাবিত বাংলাদেশে টিকাদান কর্মসূচির জন্য এডিবি’র এপিভ্যাক্স সুবিধার আওতায় ৯৪০ মিলিয়ন ডলার সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করে।’
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেলপথ নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে।
অর্থনীতির সব খাত পর্যায়ক্রমে খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তের প্রশংসা করে প্রকাশ বলেন, এ জন্যই বাংলাদেশের অর্থনীতি এবং জিডিপির প্রবৃদ্ধি ও রেমিটেন্স পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
আরও পড়ুন: স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর আগে পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
খাদ্যে ভেজাল রোধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি সরকারের টিকাদান পদক্ষেপের প্রশংসা করে বলেন, বাংলাদেশ এশিয়ার তিনটি দেশের মধ্যে একটি, যেটি কোভিড-১৯ টিকাদান অভিযান সফলভাবে পরিচালনা করছে।
প্রকাশ এডিবি’র বই ‘এশিয়ার সমৃদ্ধির পথে যাত্রা: ৫০ বছরেরও বেশি সময় ধরে নীতি, বাজার এবং প্রযুক্তি’ এবং তিন খন্ডের ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক করিডোর বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।