রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন ‘ফিরে আসাদের মধ্যে সাতজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আশকোনা হজ ক্যাম্পে রাখা ব্যক্তিরাও ভালো আছে। তাদের কেউ কারোনাভাইরাসে আক্রান্ত হয়নি।’
উহান ফেরতদের সাথে দেখা করা যাবে না। এ জন্য অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আশকোনা হজ ক্যাম্পে রাখা বাংলাদেশি নাগরিকদের সাথে তাদের আত্মীয়দের দেখা করার কোনো সুযোগ নেই।’
এছাড়াও, মন্ত্রী বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া এ মুহূর্তে চীনে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে শনিবার সকালে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীনের উহান শহরে আটকাপড়া মোট ৩১২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়।
তাদের মধ্যে সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সিএমএইচে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি ৩০৪ জনকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রবিবার জানান, করোনভাইরাস প্রাদুর্ভাবের পর সরকার চীনা নাগরিকদের সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা এক মাসের জন্য স্থগিত করেছে।
একই সাথে মন্ত্রী, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের এই সময়ে চীন সফর এড়াতে পরামর্শ দিয়েছেন।
চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪ হাজার ৩৮০ জন।
বেশিরভাগ আক্রান্ত রোগীই চীনের, তবে অন্য ২৩টি দেশে প্রায় ১০০ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। বাংলাদেশ এখনও কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৪ জন মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।