নাটক-সিনেমার গল্প মনে হলেও ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের কাজিরহাট বাজারে এমনই এক ঘটনা ঘটেছে।
সোমবার সকালে বাজারের নিজ দোকান থেকে ঋণের চাপে জর্জরিত মুদি দোকানি মো. নূরন্নবী (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছোট ভাই রুহুল আমিন জানান, নূরনবী দীর্ঘদিন ধরে কাজিরহাট বাজারে মুদি ব্যবসা করে আসছিল। ব্যবসা করতে গিয়ে সে স্থানীয়দের কাছে প্রায় ৫/৬ লাখ টাকা বাকিতে বিক্রি করে। কিন্তু ওই বাকির টাকা না উঠাতে পেরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে চরম বিপাকে পড়ে। পরে বাধ্য হয়ে বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে চড়া সুদে প্রায় ৮/১০ লাখ টাকা ঋণ নেয়। কিন্তু আবারও ক্রেতার কাছে টাকা বাকি পড়ে যায়। এতে তার ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে হিমসিম খাচ্ছিল।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে এনজিও ও স্থানীয়রা সুদের টাকার জন্য তাকে চাপ দেয়া শুরু করে। একেতো ঋণ পরিশোধের চাপ অপর দিকে দোকানে মালামাল না থাকায় বেচা-বিক্রি কমে যায়। এ নিয়ে সে চরম দুশ্চিন্তায় ছিল। আজ সকালে পরিবারের সদস্যরা নূরনবীকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
ঋণের কারণেই ব্যবসায়ী নূরনবী আত্মহত্যা করে থাকতে পারে জানিয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক বলেন, নিহত ব্যক্তির একটি চিরকুটও উদ্ধার করা হয়। তাতে উল্লেখ করা হয় তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।