রাজধানীর পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) শিক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছাড়া অন্য কারও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপি এক বিবৃতিতে নতুন এ পদক্ষেপের কথা জানায়।
আগামী ৬ নভেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে
১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠান থেকে ১২ দশমিক ৩ লাখেরও বেশি শিক্ষার্থী ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে বলে আশা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে’ পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।
পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।