চেয়ারম্যানের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শার্টডাউন’ কর্মসূচি চলছে। এরমধ্যেই মধ্যেই এনবিআর সংস্কার ইউনিটি কাউন্সিলের সঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে।
উপদেষ্টা এই বৈঠকে অস্বীকৃতি জানিয়েছেন বলে এনবিআরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, রবিবার (২৯ জুন) বিকাল ৪টার দিকে ইউনিটি কাউন্সিলের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়। তবে, পথেই তাদের জানানো হয়, আন্দোলন স্থগিত না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আন্দোলনকারীরা তাদের ‘সম্পূর্ণ কর্মবিরতি’ কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে বৈঠকে বসবেন না বলে উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন।
আরও পড়ুন: এনবিআরে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
এর আগে এনবিআর সদর দপ্তরের সামনে আন্দোলনরত কর্মকর্তারা আজ (রবিবার) সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় এনবিআর ভবনের ভেতরে র্যাব, বিজিবি ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় এবং ভবনে প্রবেশ সীমিত করে দেওয়া হয়।
আন্দোলনকারীরা জানান, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, কাঠামোগত সংস্কারসহ প্রশাসনিক অনিয়ম, কর্মকর্তা হয়রানি ও সংস্কারবিরোধী পদক্ষেপের অভিযোগ তুলে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
গত ১২ মে সরকার এক আদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের ঘোষণা দেয়ার পর থেকেই এনবিআরের কর্মকর্তারা ক্ষোভে ফুঁসছেন।
এর ধারাবাহিকতায় গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনরত কর্মকর্তারা কর্মবিরতি, অনশন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এতে দেশের কর, ভ্যাট ও শুল্কসহ গুরুত্বপূর্ণ রাজস্ব আদায় কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।