দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
তিন আসামি হলেন- জমির ইজারা গ্রহীতা (মালিক) সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও সাবেক উপ-পরিচালক (এস্টেট) মুহাম্মদ শওকত আলী।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
আদেশের পর খুরশীদ আলম বলেন, ‘জামিন স্থগিত করে তিন আসামিকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেয়া হয়েছে। এর অর্থ তাদের জামিন বাতিল হয়ে গেছে।’
এফআর টাওয়ারে ২৮ মার্চ দুপুরে ভয়াবহ আগুন লাগে এবং এতে ২৭ জন নিহত ও ৭৩ জন আহত হন।
এ ঘটনায় ২৬ জুন নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে টাওয়ারের ১৬ থেকে ২৩ তলা নির্মাণের অভিযোগে মালিক ও রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। সংস্থার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন।
এ মামলায় গত আগস্টে জমির মালিক হোসাইন ইমাম ফারুক গ্রেপ্তার হন এবং পর দিনই তিনি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে জামিন পান। একই আদালত থেকে সেপ্টেম্বরে জামিন পান সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও সাবেক উপ-পরিচালক (এস্টেট) মুহাম্মদ শওকত আলী।