বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে জরিমানা করা হয়েছে। উপহারের গাড়ি নিতে হবিগঞ্জে আসার পথে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে তাঁকে আড়াই হাজার টাকা জরিমানা করে।
হিরো আলমকে বহনকারী গাড়িটি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর দায়ে এই জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হিরো আলমের গাড়ি অতিরিক্ত গতিতে চালানোর দায়ে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় তাঁকে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ফলাফল পাল্টে দেয়া হয়েছে: হিরো আলম
এছাড়া উপহার পাওয়া নোয়াহ মাইক্রোবাসটি গরীব রোগীদের চিকিৎসার কাজে এম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে জানালেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তিনি বলেছেন, ভালবাসতে গেলে একটা মন লাগে। করোর টাকা আছে মন নেই। আবার করোর মন আছে টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন।
মঙ্গলবার দুপুরে মাইক্রোবাসের চাবি গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা জানান।
এদিকে চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল জব্বার গাউছিয়া একাডেমির প্রিন্সিপাল এম মখলিছুর রহমান সম্প্রতি ফেসবুক লাইভে ওয়াদা করেছিলেন বগুড়া দুই আসনে উপ-নির্বাচনে জিতলে বা হারলে হিরো আলমকে তার গাড়ি দেয়ার কথা।
মঙ্গলবার দুপুরে গাড়ি গ্রহণ করতে নরপতি গ্রামে পৌঁছালে অসংখ্য নারী পুরুষ আনন্দে উল্লাস ফেটে পড়েন।
এছাড়া তাকে এক নজর দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়েন।
হিরো আলম বলেন, সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে। এর প্রমাণ আজ এম মখলিছুর রহমান দিয়েছেন। অনেকে তার লাইভ দেখে গালিগালাজও করেছেন। দেশ বিদেশ অনেকে আমাকে বলেছেন ভালবেসে কেউ কোন কিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালবাসার জিনিসটা ভাল কাজে ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, আমার গাড়ি আছে। তাই এই গাড়ি গরীব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে।
এর আগে অনুষ্ঠানস্থলে মখলিছুর রহমান গাড়ির চাবি ও কাগজপত্র হিরো আলমের হাতে তুলে দেন।