চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮টি আন্তর্জাতিক কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রশংসনীয়। বিদেশি কেন্দ্রের পরীক্ষার্থীদের পাসের হার ৮৫.৮৮ শতাংশ।
৩৪৭ পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বিদেশি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য এই ফলাফল উল্লেখযোগ্য অর্জন।
আরও পড়ুন: এসএসসি: এবার পাসের হার বেড়েছে ২.৬৫ শতাংশ
এর মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ১০০ শতাংশ।
প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই আন্তর্জাতিক কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। বিদেশি কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।