টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
এফবিসিসিআই বলেছে, প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলা ও উপজেলায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি ও রূপকল্প ২০৪১ সংক্রান্ত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এফবিসিসিআই এ আহ্বান জানায়।
আরও পড়ুন: মার্কিন কোম্পানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল: তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই’র
এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘এসডিজি অর্জনে আমাদের প্রচেষ্টাকে আরও বেগবান করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই।’
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামির সাত্তার বলেন, এসডিজি অর্জনে বিদেশি বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও, তিনি বিদেশি বিনিয়োগ বাড়ানো, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং অপ্রচলিত খাতের উন্নয়নের ওপর জোর দেন।
আরও পড়ুন: গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এফবিসিসিআই’র
এসডিজি অর্জনে সকলের সম্পৃক্ততা প্রয়োজন: স্থানীয় সরকারমন্ত্রী