চলতি অর্থবছরের আর চার মাস থাকলেও রাজস্ব আদায়ের এখনও প্রায় অর্ধেক বাকি রয়েছে। এর ফলে এ বছরও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের সর্বশেষ তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে তিন দশমিক ৩০ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাজস্ব বোর্ডের। জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে এক দশমিক ৭৬ লাখ কোটি টাকা সংগ্রহ করেছে বোর্ড। এর মানে হলো এক দশমিক ৫৩ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহ এখনও বাকি।
সরকারি নথিতে দেখা যায়, রাজস্ব বোর্ডকে বাকি চার মাসের (মার্চ-জুন) প্রতি মাসে ৩৮ হাজার ৩৮৫ কোটি টাকা সংগ্রহ করতে হবে। তবে এনবিআরের তথ্য বলছে, এটি একেবারে অসম্ভব এবং আগে এমনটা হয়নি।
আরও পড়ুন: এনবিআরকে ভোজ্যতেল আমদানির ওপর ভ্যাট কমিয়ে সর্বনিম্ন করার নির্দেশ মন্ত্রিসভার
এদিকে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা ও অর্জনের মধ্যে ব্যবধান কমাতে তিন দশমিক ০৫ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে সংশোধিত রাজস্ব সংগ্রহ পরিকল্পনা জমা দিয়েছে এনবিআর।
অর্থ মন্ত্রণালয় সংশোধিত রাজস্ব সংগ্রহ পরিকল্পনা অনুমোদন করলে অবশিষ্ট (মার্চ-জুন) মেয়াদে রাজস্ব বোর্ডকে প্রতি মাসে গড়ে ৩২ হাজার কোটি টাকা আদায় করতে হবে।
রাজস্ব আদায়ে এ পর্যন্ত ১০ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও লক্ষ্যমাত্রার শীর্ষে পৌঁছাতে ব্যর্থ হতে পারে এনবিআর।
আরও পড়ুন: পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য এনবিআরকে অনুরোধ
গত ২০২০-২১ অর্থবছরে তিন দশমিক ৩০ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে দুই দশমিক ৬৬ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়। তবে লক্ষ্যমাত্রা পরে তিন লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়।
আয়কর, ভ্রমণ কর, কাস্টমস ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক আকারে রাজস্ব সংগ্রহ করে এনবিআর।