নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল আমদানির ওপর ভ্যাট কমিয়ে সর্বনিম্ন সিলিংয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন। অন্যান্য মন্ত্রীরা বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষ থেকে যুক্ত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনমন্ত্রী বৈঠকে এ সংক্রান্ত কাগজে (এসআরও) স্বাক্ষর করেছেন বলে সরকার ইতোমধ্যে খুচরা বিক্রেতা পর্যায়ে ভ্যাট মওকুফ করেছে বলে জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন: বৌভাতে ৫ লিটার সয়াবিন তেল উপহার!