প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ফের অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন।
রবিবার অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) দেশগুলির প্রতিনিধিত্বকারী মিশন প্রধানদের কাছে সিইসি নির্বাচন কমিশনের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ওই দিন সিইসি’র সঙ্গে ওইসিডি দূতরা একটি ‘গঠনমূলক বৈঠক করেছেন এবং পরবর্তী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকের পর সিইসি সাংবাদিকদের বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তারাও (বিদেশি রাষ্ট্রদূত) খুশি হবেন।’
আউয়াল বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যা যা করা দরকার তারা তা করবেন।
সিইসি বলেন, দূতেরা ভালো করেই জানেন যে, কিছু রাজনৈতিক দল এখনও বলছে তারা নির্বাচনে অংশ নেবে না। তবে তিনি আশা করেন যে তারা দূরত্ব দূর করে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবে।
বৈঠকে যোগদানকারী বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অত্যাবশ্যক।
ডিকসন বৈঠকের পরে এক টুইটে বলেছেন, ‘যুক্তরাজ্য ও সমমনা অংশীদাররা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়াকে উৎসাহিত করবে।
ওইসিডি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক, জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি দেশ, যাদের লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা, জীবনযাত্রার মান বৃদ্ধি করা এবং বিশ্ব বাণিজ্যের বৃদ্ধি অব্যাহত রাখা।
সভায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন: ওইসিডি দেশগুলোর মিশন প্রধানদের সিইসির সঙ্গে সাক্ষাৎ
তিনি এক টুইটে জানান, ‘২০২৩ সালের ডিসেম্বরে সংসদীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওইসিডি দেশগুলোর মিশন প্রধান ও বাংলাদেশের নির্বাচন কমিশনের মধ্যে আজ বিস্তারিত মতবিনিময় হয়েছে।’
এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত চুয়ার্ড টুইট করেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশন এবং ওইসিডি দেশগুলোর মিশন প্রধানদের মধ্যে গঠনমূলক ও খোলামেলা মতবিনিময় হয়েছে। আমরা অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতিশ্রুতিকে স্বাগত জানাই।’
সিইসি আউয়াল বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের বৈঠক একটি ঐতিহ্য এবং তারা আসন্ন সংসদ নির্বাচনের বিধি-বিধান ও প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের কার্যক্রম সম্পর্কে তাদের জানিয়েছি।’
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই: সিইসি