বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে ১৩ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ উপলক্ষে সোমবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া, সুলতান কাবুসের আত্মার মাগফেরাতের জন্য সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।
ওমান আধুনিকায়নের রূপকার ও মধ্যপ্রাচ্যের দীর্ঘকালীন শাসক সুলতান কাবুস ৭৯ বছর বয়সে শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন। ১৯৭০ সাল থেকে ওমান শাসন করছিলেন তিনি।