শনিবার দূতাবাস জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এই কনস্যুলার সেবা উন্নত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এই ব্যবস্থার উদ্বোধন করেন।
আরও পড়ুন: গ্রিসের ওলগায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের পাশে দূতাবাস
আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে বাহরাইনের প্রতি আহ্বান
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আশা করি ট্র্যাকিং সিস্টেমটি আমাদের কনস্যুলার সেবা আবেদনকারীদের উদ্বেগ হ্রাস করবে।’
এই ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
এজন্য আবেদনকারীকে তাদের কম্পিউটার অথবা মোবাইল ফোনে (http://bdembassyusatracking.org) এই লিংক অনুসরণ করতে হবে।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা পর্তুগিজ রাষ্ট্রপতির
প্রবাসীদের নিষ্ঠার সাথে সেবা দিন: কর্মকর্তাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী
আবেদনকারীকে অনুরোধ করা পরিষেবার স্থিতি সম্পর্কে অবহিত রেখে সিস্টেমটি ইমেল বার্তা উত্পন্ন করবে।
এই পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে ইমেইলের মাধ্যমে আবেদনকারীকে তাদের আবেদন প্রসেসিংয়ের অগ্রগতি জানানো হবে।