কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এসময় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার ৭৫৫ টি ইয়াবা জব্দের দাবি করেছে বিজিবি।
বৃহস্পতিবার জেলার উখিয়া ও রেজুখালে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. শাহজাহান (৪১), মো.একরামুল হোসেন (২৫), মো. দবির আহমেদ (২৮) ও মো. ইয়াসিন (২১)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, আটক ১
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি-৩৪ এর একটি টহল দল উখিয়ার পাংখালী ইউপিতে অভিযান চালিয়ে শাহজাহান ও একরামুলকে আটক করে।
অভিযানে বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে রেজুখাল পোস্টে আরেকটি অভিযানে বিজিবি সদস্যরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ৭৫৫টি ইয়াবাসহ অপর দু’জনকে আটক করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।