জলবায়ু প্রশ্নে বাংলাদেশকে একটি ‘আস্থাভাজন ও গুরুত্বপূর্ণ’ কণ্ঠস্বর উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, আমাদের হাতে এখন ‘বিশাল’ কাজ, কপ-২৭ সম্মেলনের আগ পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। যাতে জলবায়ু বিপর্যয় রোধে বিভিন্ন দেশের দেয়া প্রতিশ্রুতিগুলোকে ‘কাজে পরিণত’ করা যায়।
তিনি বলেন, ‘আমরা কপ-২৬-এ অংশগ্রহণকারী জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সত্যিকারে আশা জন্মাতে পেরেছি। এখন মাত্র আট মাসের মধ্যে মিশরে অনুষ্ঠিতব্য কপ-২৭-এর আগে যে সমস্ত অগ্রাধিকারমূলক জলবায়ু পদক্ষেপ নেয়া দরকার তার ওপর ফোকাস করতে হবে।’
চলতি বছরের নভেম্বর মাসে মিশরের শার্ম এল-শেখে ইউএনএফসিসিসি-এর কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২৭) এর ২৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার অনুষ্ঠিত ‘বিল্ডিং অন দ্যা আউটকামস অব কপ-২৬: প্রায়োরিটি ক্লাইমেট অ্যাকশনস এহেড অব কপ-২৭’ শীর্ষক ওয়েবিনারে ব্রিটিশ হাইকমিশনার ডিকসন এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব: বিশেষজ্ঞদের অগ্রাধিকারমূলক জলবায়ু পদক্ষেপ বিষয়ক আলোচনা শুক্রবার