জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রকৃত বাস্তবতা এবং বাংলাদেশের জলবায়ু ঝুঁকির কথা মাথায় রেখে পরিস্থিতি প্রশমনের প্রয়োজনীয় প্রচেষ্টা তুলে ধরা হবে ‘বিল্ডিং অন দ্যা আউটকামস অব কপ২৬: প্রায়োরিটি ক্লাইমেট অ্যাকশনস এহেড অব কপ২৭’ শীর্ষক এক ওয়েবিনারে। শুক্রবার এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের অংশীদারিত্বে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) আয়োজিত এই ওয়েবিনারে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জলবায়ু অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়েও আলোচনা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন উইং) মো. মিজানুল হক চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিএডি) পরিচালক অধ্যাপক ড. সালিমুল হক, এর উপ-পরিচালক অধ্যাপক ড. মিজান আর খান এবং এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এন্ড রিসার্চ সিস্টেম-এর ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট ড. হাসিব মো. ইরফানউল্লাহ ওয়েবিনারে আলোচক হিসেবে যোগ দেবেন।
ইউএনবি’র পরিচালক নাহার খান ওয়েবিনারটি পরিচালনা করবেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএনবি ফেসবুক পেজ এবং এর ইউটিউব চ্যানেলে এর প্রিমিয়ার হবে।
যুক্তরাজ্যের সভাপতিত্বে গত ৩১ অক্টোবর -১৩ নভেম্বর ২০২১ তারিখে স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬ তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ২৬)অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক নিয়ে কসমস ফাউন্ডেশনের ওয়েবিনার বৃহস্পতিবার
কপ২৬ শীর্ষ সম্মেলনের ফলে প্যারিস চুক্তি ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের লক্ষ্যগুলোর প্রতি পদক্ষেপ নিতে সবদল একত্র হয়েছে।
কপ২৬ এর সভাপতি হিসেবে, যুক্তরাজ্য বলেছে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ’ করতে হবে। কারণ তারা গ্লাসগো জলবায়ু চুক্তিটি নিশ্চিত করার জন্য আগামী মাসগুলোতে বিভিন্ন দেশের সরকার ও সংস্থার সঙ্গে আলোচনা করবে এবং পরিকল্পনাগুলোকে কাজে পরিণত করবে।
চারটি লক্ষ্য সামনে রেখে যুক্তরাজ্য সভাপতিত্ব করবে। সেগুলো হলো- কার্বন নির্গমন ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার প্রতিশ্রুতি নিশ্চিত করা; জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন ও ক্ষয়ক্ষতির জন্য প্রতিশ্রুত তহবিল নিশ্চিত করা; অর্থ সরবরাহ করা এবং একসঙ্গে কাজ করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সভাপতিত্বের সিদ্ধান্ত অব্যাহত রাখা।
ইউএনএফসিসি-এর কনফারেন্স অফ দ্য পার্টিস (কপ২৭) এর ২৭তম অধিবেশন এই বছরের নভেম্বরে মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে দেশ: টিআরএনবি ওয়েবিনারে বক্তারা