দেশে ৫৪০ জন চিকিৎসকের মধ্যে করোনভাইরাস সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে তাদের সংগঠন বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন (বিডিএফ)।
এ পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বিডিএফ প্রধান নিরুপম দাস বলেন, ৩৮৭ জন চিকিৎসক শুধুমাত্র ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন।
বিডিএফের তথ্য মতে, ঢাকা বিভাগে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক আছেন ২৩০ জন এবং বেসরকারি হাসপাতালের ১৩৬ জন।
আক্রান্ত মোট চিকিৎসকদের মধ্যে, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দিতে গিয়ে ৩৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১৩৯ জন আক্রন্ত হন।
এদিকে, ঢাকা ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৫৫, চট্টগ্রামে ১৪, খুলনায় ২৯, বরিশালে ১০, সিলেটে ছয় এবং রংপুর বিভাগে পাঁচ চিকিৎসকের কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।
নিজেদের সুরক্ষার জন্য চিকিৎসকদের ডিউটি শেষে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) খোলার সময় সতর্ক হওয়ার পরামর্শ দেন ডা. নিরুপম।
শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে ১৭৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।