সরকারি হাসপাতাল
সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
রোগীদের প্রকৃত চাহিদা বিবেচনা করেই সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কিনতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
চিকিৎসা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বনের আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন: বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (৩ জুলাই) গণভবনে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় স্বাস্থ্য খাতের রূপান্তরবিষয়ক একটি উপস্থাপনা দেখার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, উপস্থাপনাটি দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার পর স্বাস্থ্যখাতের উন্নয়নে বঙ্গবন্ধুর যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।
তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশের অন্যান্য খাতগুলোর মতো স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।
তার সরকার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বর্তমান সরকারের অর্জনকে টেকসই করে স্বাস্থ্য খাতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও ছিলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান।
আরও পড়ুন: ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবিকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা-দিল্লি সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী
৪ মাস আগে
সরকারি হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা
আগামী এক মাস সব সরকারি হাসপাতালে ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে হবে।
আরও পড়ুন: বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করুন: জিএম কাদের
ডেঙ্গু জ্বরের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে-
তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরে র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
খাবারের বিষয়ে বলা হয়েছে, ডেঙ্গু জ্বর হলে বেশি বেশি তরল খাবার স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে।
ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে বলা হয়েছে-
o ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে।
o মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে।
o দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
o পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।
o পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত করতে চেষ্টা করতে হবে।
মশার প্রজনন রোধে নিম্নলিখিত কাজগুলো করতে হবে-
o ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না।
o ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে তা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।
o ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, ফ্রিজে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দিতে হবে।
o ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।
ডেঙ্গু বিষয়ক এ বিশেষ বার্তায় আরও জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ে যেন মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই এ জ্বর সেরে যায়। তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে।
আরও পড়ুন: দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের দিকনির্দেশনা
দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪৬
১ বছর আগে
সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করায় দেশের মানুষ খুশি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করায় দেশের মানুষ খুশি হয়েছে। এজন্য আমরাও খুশি।
তিনি বলেন, তাই বৈকালিক স্বাস্থ্যসেবা আগের ৫১টি হাসপাতাল থেকে বাড়িয়ে নতুন ১৩২টি হাসপাতালসহ মোট ১৮৩টি হাসপাতালে চালু করা হলো।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন করে দেশের ১৩২টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে অবহতিকরণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: মহামারি মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী
এসময় মন্ত্রী বলেন, নতুন ১৩২টি হাসপাতালের মধ্যে নিউরোসায়েন্স হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) মতো রাজধানীর ৪টি বড় হাসপাতাল যুক্ত হওয়ায় দেশের মানুষ আরও অনেক বেশি সেবা পাবে।
তিনি বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ঢাকার বাইরে ৫১টি হাসপাতাল থেকে ৭ হাজার ৪৬৩ জন সাধারণ রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে ৩২টি হাসপাতাল থেকে আরও ৪৫৪টি অপারেশন করা হয়েছে। এর বাইরে ২ হাজার ৫৯৭টি ইনভেস্টিগেশন করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব সেবা থেকে সরকারি কোষাগারে ৫১ লাখ টাকা জমা হয়েছে। এ টাকা থেকে চিকিৎসকদের ফি বণ্টন করে দেওয়া হবে।
ব্রিফিংকালে ঢাকার ৪ হাসপাতালের পরিচালকসহ ঢাকার বাইরের হাসপাতালগুলোর প্রতিনিধিসহ বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ভার্চুয়ালি অংশ নেন।
ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে ৩ হাজার ৩৯০ জন রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২৬ জন মারা গেছে।
এছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি: স্বাস্থ্যমন্ত্রী
ভিসিভি ভ্যাকসিনের ৩য় ও ৪র্থ ডোজ দেওয়া শুরু হবে এ সপ্তাহেই: স্বাস্থ্যমন্ত্রী
১ বছর আগে
ফেনীর অধিকাংশ সরকারি হাসপাতালের এক্স-রে মেশিন বছরের পর বছর ধরে বাক্সবন্দী
ফেনী জেনারেল হাসপাতাল ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া জেলার আর কোনো সরকারি হাসপাতালে এক্স-রে যন্ত্র চালু নেই।
বাক্সবন্দী হয়ে পড়ে আছে সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা উপজেলায় কোটি টাকার এক্স-রে যন্ত্র।
ফেনীর মহিপালে অবস্থিত ২০ শয্যার ট্রমা সেন্টার ও বক্ষব্যাধি হাসপাতালেও এক্স-রে করা হয় না ১৫ বছর ধরে। হাসপাতালগুলোয় কোটি টাকা দামের নতুন এক্স-রে যন্ত্র সরবরাহ করা হলেও দক্ষ লোকবলের অভাবে সেগুলো স্থাপন (ইনস্টল) করা যাচ্ছে না।
ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর ধরে রোগীরা এক্স-রে সুবিধা থেকে বঞ্চিত।
স্বাস্থ্য কর্মকর্তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি এক্স-রে যন্ত্র থাকলেও ১০ বছর ধরে সেবা পাচ্ছে না মানুষ।
এ উপজেলায় ২০১৬ সালে ৩০০ এমএ ক্ষমতাসম্পন্ন একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র দেয়া হয়। সেটি স্থাপন করা হলেও চালানোর জন্য দক্ষ লোক নেই। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে ৫০০ এমএ ক্ষমতাসম্পন্ন সিমেন্স কোম্পানির আরেকটি ডিজিটাল এক্স-রে যন্ত্র সেখানে পাঠানো হয়, তা এখনো স্থাপন করা হয়নি।
আরও পড়ুন: রোহিঙ্গাদের যক্ষ্মা শনাক্তে ভ্রাম্যমাণ এক্স-রে ভ্যান চালু
একই অবস্থা পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সেরও এ স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র নষ্ট হয় ২০১৬ সালে। সেটি মেরামত না করেই ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর ৫০০ এমএ ক্ষমতাসম্পন্ন একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র দেয়া হয়। কিন্তু যন্ত্রটি স্থাপন করার মতো দক্ষ লোক না থাকায় সেটিও বাক্সবন্দী পড়ে আছে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৩ সাল থেকে এক্স-রে করা হয় না। ২০২১ সালের ২ মার্চ ৫০০ এমএ ক্ষমতাসম্পন্ন ফিলিপস কোম্পানির একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র দেয়া হয়। কিন্তু স্থাপন না হওয়ায় তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সোনাগাজী উপজেলায় নতুন ডিজিটাল এক্স-রে যন্ত্র বরাদ্দ দেয়। তবে তা চালু করার জন্য আজও কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনালেজিস্ট মাহবুব আলম বলেন, ২০০৭ সালে জানে আলম ও ২০১৩ সালে মাহবুব আলম নামের দুজন এক্স-রে টেকনালজিস্ট হাসপাতালে যোগ দেন। কিন্তু এক্স-রে যন্ত্র বিকল হওয়ায় দু-এক মাস পর তারা বদলি হয়ে অন্যত্র চলে যান।
একই অবস্থা ফুলগাজী উপজেলায়ও।
প্রায় ১০ বছর ধরে সেখানে কোনো মেডিকেল টেকনালেজিস্ট নেই। দাগনভূঞা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও এক্স-রে করার মতো লোক নেই ২০০৮ সাল থেকে।
সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ফেনীর মহিপাল এলাকার ২০ শয্যার ট্রমা সেন্টারে ১৫ বছর ও ফেনীর বক্ষব্যাধি হাসপাতালে ১০ বছর ধরে টেকনালেজিস্ট নেই। এ কারণে এসব হাসপাতালেও এক্স-রে হয় না।
ফেনীর সিভিল সার্জন রফিক-উস ছালেহীন বলেন, ডিজিটাল এক্স-রে যন্ত্র স্থাপন ও পরিচালনার প্রশিক্ষণ নেই স্বাস্থ্যকর্মীদের। জনবল নিয়োগ ছাড়া এক্স-রে সেবা দেয়া সম্ভব নয়। নিয়োগের ব্যাপারটি প্রক্রিয়াধীন। যদি অনুমোদন পাই, তাহলে নিয়োগের মাধ্যমে সেবা আরও ভালোভাবে দেয়া যাবে।
থ্রি আই মার্চেন্ডাইজ নামের একটি প্রতিষ্ঠান ফেনীতে নতুন ডিজিটাল এক্স-রে যন্ত্রগুলো সরবরাহ করেছে। সেগুলো ইনস্টল করতে ওই প্রতিষ্ঠানকে অনেকবার চিঠি দেয়া হয়েছে। কিন্তু তারা আসেনি।
আরও পড়ুন: নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটি ১১ বছর ধরে কক্ষবন্দী
২ বছর আগে
করোনা: বগুড়ায় শনাক্ত ১২৭, হাসপাতালে শয্যা সংকট
বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতাল রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। মারা গেছেন আরও ৪ জন।
সোমবার জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০৪টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১২৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫ দশমিক ১৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন। নতুন আক্রান্ত ১২৭ জনের মধ্যে সদরের ৭৯ জন, আদমদীঘির ১২ জন, নন্দীগ্রামে ৮ জন, গাবতলীতে ৮ জন, শাজাহানপুরে ৮ জন, শিবগঞ্জে ৬ জন, ধুনটে ৪ জন, কাহালু ও দুপচাঁচিয়ায় একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৬০ জন, সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৯২ জন, মোট মৃত্যু সংখ্যা ৩৭৯ জন ও বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৮৯ জন।
আরও পড়ুন: এইচএসসির ফরম পূরণ স্থগিত
এছাড়া করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত দুই হাসপাতাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও মোহাম্মাদ আলী হাসপাতালের ৪০০ বেড ফাঁকা নেই। তবে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এখনও অর্ধশতাধিক বেড ফাঁকা রয়েছে। ব্যয়বহুল হওয়ার কারণে সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন না।
এদিকে চিকিৎসা সংকটের মাঝে আশার খবর হলো শজিমেক হাসপাতালে করোনা পরীক্ষা বাড়াতে দ্বিতীয় আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যে এই ল্যাব চালু হলে নতুন করে দিনে আরও প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: সোমবার থেকে গণপরিবহন বন্ধ, শুধু রিকশা চলবে
বগুড়া পৌর এলাকায় করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলছে জেলা প্রশাসনের নির্দেশে। এই নির্দেশ বাস্তবায়নে পৌরসভার মেয়র ও কাউন্সিলররা তৎপর রয়েছেন।
পৌরসভার পুরাতন ১২টি ওয়ার্ডের কাউন্সিলররা স্থানীয় জনগণের সহযোগিতায় বিভিন্ন রাস্তায় বাঁশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এরই অংশ হিসেবে পৌরসভার ৮নং ওয়ার্ডের জামিলনগর, সেউজগাড়ী, মালগ্রাম, সবুজবাগ সহ পুরো ওয়ার্ড এলাকায় বেরিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এর ফলে ওই সব এলাকায় জনসমাগম কমে এসেছে।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১২০২
এ ব্যাপারে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অধ্যক্ষ মো. এরশাদুল বারী এরশাদুল বলেন, প্রতিটি এলাকার রাস্তায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাঁশ দিয়ে বেরিকেড সৃষ্টি করা হয়েছে। এজন্য কষ্ট হলেও করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।
তিনি এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
৩ বছর আগে
মানুষের টু মাচ কনফিডেন্ট এটিটিউট চিন্তার কারণ: স্বাস্থ্যমন্ত্রী
দেশের বেসরকারি ও সরকারি হাসপাতাল মিলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে উল্লেথ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তবে মাস্ক ব্যবহার না করে ‘মানুষের টু মাচ কনফিডেন্ট এটিটিউট’ কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
৩ বছর আগে
সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয় ও রক্ষণাবেক্ষণে হাইকোর্টের ১১ নির্দেশনা
রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় এবং রক্ষণাবেক্ষণে ১১ দফা নিয়ম অনুসরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৪ বছর আগে
বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় অতিরিক্ত ব্যয় নিয়ে উদ্বেগ
করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কোভিড-১৯ রোগী শনাক্ত এবং অন্যদের থেকে তাদের আলাদা করার জন্য বিস্তৃত আকারে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ হলেও সরকারি হাসপাতালে প্রচণ্ড চাপ থাকায় অনেকেই করোনা পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন।
৪ বছর আগে
সরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় ২৩৫ আইসিইউ শয্যা
সারা দেশের সরকারি হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মোট ৭৩৩টি শয্যা রয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ১৭ হাসপাতালে আইসিইউ শয্যা আছে ২৩৫টি।
৪ বছর আগে
করোনাভাইরাস: দেশে ৫৬৫ চিকিৎসক আক্রান্ত
দেশে চিকিৎসাসেবা দিতে গিয়ে সোমবার পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের ৫৬৫ চিকিৎসক করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন (বিডিএফ)।
৪ বছর আগে