দেশে করোনায় প্রায় ২ লাখ ৭০ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারের বেশি।
বৃহস্পতিবার বিকালে ঢাকার অনেক বাসিন্দাকে বাসা থেকে বের হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের ফুটপাথে বাতাস খেতে দেখা গেছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। ভাইরাসের বিস্তার রোধে সরকার মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়ার মতো কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছিল।
এ পদক্ষেপে হাজার হাজার মানুষ চাকরিচ্যুত হয়। অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার সুবিধার্থে সরকার সম্প্রতি কয়েকটি বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে, তবে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা জারি রয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৭ জনে।
এছাড়া, নতুন করে ২ হাজার ৬১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তবে বিপুল সংখ্যক লোককে ঝুঁকি ও স্বাস্থ্য নির্দেশিকা উপেক্ষা করে বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে হাঁটতে দেখা গেছে।
এক শিশুসহ দুজন নারী সংসদ ভবনের সামনের ফুটপাতে বসে আছেন।
এক দম্পতি তাদের বাচ্চাদের জন্য স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খেলনা কিনছেন।
কিশোররা কোনো মাস্ক না পরে বা শারীরিক দূরত্ব বজায় না রেখে চা স্টলের পাশে খুব কাছাকাছি বসে আছে।