দেশে করোনায় ফের বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে গেলো ২৪ ঘন্টায় কমেছে শনাক্তের সংখ্যা। এসময় করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯০১ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৭ হাজার ৫৮ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।
আরও পড়ুন: করোনা: স্কুল মাঠ দখল করে ধান চাষ
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। দেশে সুস্থতার হার ৯৭.০২ শতাংশ।
গতকাল মঙ্গলবার করোনায় ৩৫ জনের মুত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২০ জন, খুলনা বিভাগে পাঁচ জন, চট্টগ্রামে ১১ জন, বরিশালে তিন জন, সিলেটে পাঁচজন ও রাজশাহীতে চারজন এবং ময়মনসিংহে তিনজন মারা গেছেন।