দেশে করোনায় গেলো ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৮১৮ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার করোনায় ৩১ জনের মৃত্যু এবং এক হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৭ হাজার ৩৯৩ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে।
আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে শেখ হাসিনার ছয় প্রস্তাব
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৪.৫৯ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৭ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। দেশে সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১১ জন, রাজশাহী ০, খুলনা বিভাগে চারজন, চট্টগ্রামে ছয়জন,বরিশালে ০ জন, সিলেটে দুইজন,ময়মনসিংহে ০ ও রংপুরে দুইজন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১১ লাখ ৫ হাজার ৭৪৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৩৬ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৬০৪ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার ৭৯৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত: বন্ধ ক্লাস
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ২৮ লাখ ৫২ হাজার ৭১১ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৮৭ হাজার ৭৮ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৩ হাজার ৬৬৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৩ লাখ ১৭ হাজার ৬১৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শুক্রবার পর্যন্ত মোট তিন কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮০৩ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৬ হাজার ৩৬৮ জনে।
আরও পড়ুন: শনিবারের মধ্যে বিমানবন্দরের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু