রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ওয়াসা ভবনের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক দিনমজুর নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক।
নিহত ব্যক্তির নাম মোক্তার মিয়া (৬০)। তিনি কারওয়ান বাজার এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের নিচে মোটরসাইকেল, আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি মোক্তার মিয়াকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান।
ওসি ফারুক জানান, রাত ১১টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।