কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে শহরের পাথুরিয়াপাড়া এলাকায় কাউন্সিলরের নিজের ঠিকাদারি কার্যালয়ে ঢুকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় আরও সাতজন আহত হয়েছেন।
নিহত অন্যজন হলেন হরিপদ সাহা (৬০)।
গুলিবিদ্ধ সাতজনের মধ্যে আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেলের (২৮) অবস্থা সঙ্কটাপন্ন।
আরও পড়ুন: কুমিল্লা ইপিজেডে স্টোররুমের বোর্ড ধসে নারী শ্রমিকের মৃত্যু
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, বিকাল ৪টার সময় কয়েকজন মুখোশধারী কাউন্সিলরের অফিসে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিবিদ্ধ সোহেল সাথে সাথেই নিজের চেয়ার থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে মৃত ঘোষণা করেন।