সেই সাথে হিন্দু সম্প্রদায়ের এ উৎসবকে শান্তিপূর্ণ করতে আইনশৃংখলা বাহিনী এলাকায় বিশেষ নজরদারি রেখেছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রামের সর্বত্রই প্রতিমা তৈরি চলছে। বাইরের জেলার মানুষজনও এ জেলায় ছুটে আসছেন পছন্দের ঠাকুর কিনতে।
এবার প্রতিমার চাহিদা বেশি থাকায় এ শিল্পে জড়িত মালাকাররা দিনরাত পরিশ্রম করে কিছুটা লাভের মুখ দেখছেন।
মালাকাররা জানান, কয়েক যুগ ধরে প্রতিমা তৈরির কাজ করছে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামের প্রায় শতাধিক পরিবার। তারা এখন নির্বিঘ্নে প্রতিমা তৈরি শেষে রংয়ের কাজ সম্পন্ন করছেন। ইতিমধ্যে বেশকিছু প্রতিমা বিক্রি হয়ে গেছে।
তারা আরও জানান, ১৫ হাজার থেকে ২ লাখ টাকা দরে প্রতিমা বিক্রি হচ্ছে। কাজের মান ভালো হওয়ায় দূর-দূরান্তের লোকজন এখানে প্রতিমা কিনতে আসছেন।
স্থানীয়রা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কোনো ধরনের বিপত্তি ছাড়াই শারদীয় দুর্গোৎসব পালনে সবার সহযোগিতা চান হিন্দু ধর্মালম্বীরা।
ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪৯০টি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, বরাবরের মতো মণ্ডপগুলোতে সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।