শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমোডর কাজী শফিকুল হাসানের উদ্যোগে দেশটির কয়েকটি বেসরকারি সংস্থা বাংলাদেশকে এ চিকিৎসা সরঞ্জাম সহায়তা করে।
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর সৈয়দ সাইদুর রহমানের নেতৃত্বে ১৫ জন এয়ার ক্রো বহনকারী সি-১৩০জে পরিবহনটি বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকার বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটি ত্যাগ করে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সরকারের প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় করোনা শনাক্তের কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী আনা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকারের আন্তরিক সমর্থন বন্ধুত্বের পরিচায়ক।
এতে বলা হয়, এটি দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ দিকে, শুক্রবার দেশে নতুন করে আরও তিন হাজার ২৪৩ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৩৮৮ জন।