বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্য ও ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পোর্টস ইনচার্জ এ এইচ এম মাহমুদুল হক মারা গেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর নিজ বাসায় মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন মাহমুদুল হক। গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তার।
আরও পড়ুন: ভাষা সৈনিক দেবপ্রিয় বড়ুয়া আর নেই
গতকাল রাত ১১টার দিকে ঢাকায় জানাজা শেষে তার লাশ শেরপুরের শ্রীবরদীতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ সেখানে আরও একটি জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
মাহমুদুল হকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও তার ঘনিষ্ঠ সহকর্মীরা।