তিনি বলেন, ‘জরুরিভাবে গবেষণা প্রয়োজন। গবেষণার মাধ্যমে আমরা পণ্যের চাহিদা, উৎপাদন এবং বিপণন সম্পর্ক নির্ধারণ করতে পারি। আমাদের এটি করতে হবে এবং আমরা এটি করব।’
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘অষ্টম জাতীয় এমএমই পণ্য মেলা ২০২০’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রচার ও স্থানীয় উদ্যোক্তাদের এক ছাদের নিচে আনার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলার আয়োজন করেছে।
এসএমই পণ্যের কাঁচামালের চাহিদা হ্রাসে গবেষকদের সমাধান বের করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্থানীয়ভাবে কাঁচামাল সরবরাহের উৎস এবং সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের নিজের দেশে এই সমস্ত কাঁচামাল উৎপাদন করার পদ্ধতি খুঁজতে হবে।’
গবেষণার ওপর পণ্যের চাহিদার বিষয়টি মাথায় রাখতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ক্রেতাদের চাহিদা বুঝতে হবে। কোন অঞ্চলের কোন ধরণের পণ্য তারা চান, তাদের সর্বাধিক চাহিদাকৃত পণ্যগুলো কোনগুলো, সেগুলো খুঁজতে হবে।’
‘সামগ্রিক বিষয়গুলো খুঁজে বের করার জন্য জরুরি ভিত্তিতে বিস্তৃত গবেষণা প্রয়োজন,’ যোগ করেন তিনি।
উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুজন নারী উদ্যোক্তা এবং তিনজন পুরুষ উদ্যোক্তার মাঝে 'জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০' হস্তান্তর করেন। প্রত্যেক বিজয়ীকে এক লাখ টাকা, একটি ট্রফি এবং একটি সনদপত্র দেয়া হয়।
কর্তৃপক্ষ জানান, মেলা প্রাঙ্গনে এসএমই পণ্যগুলোর প্রদর্শন ছাড়াও বিক্রেতা-ক্রেতার মিটিং বুথ, মিডিয়া সেন্টার এবং ইনফরমেশন স্টল থাকবে।
আগামী ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসএমই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো প্রবেশ ফি’র প্রয়োজন নেই।