তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন। খালেদা জিয়ার বিদায়লগ্নে স্মৃতি, শ্রদ্ধায় আর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে রাজধানী।
জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই ঢাকায় আসতে শুরু কর মানুষ। কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে এই শোকানুষ্ঠানে যোগ দিতে নেমেছে ঢাকামুখী জনঢল।
বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
জাতীয় সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ, এভারকেয়ার হাসপাতাল, বিএনপির গুলশান কার্যালয় এবং খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় বিপুল জনসমাগম দেখা গেছে।
এরই মধ্যে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে। তার কফিনের সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও ঘনিষ্ঠ স্বজনেরা।