এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, দেশের ব্যাংকিং খাতের বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ বুধবার সকালে নগরীর একটি হাসপাতালে কোভিড পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুন: সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এটিএম শামসুজ্জামান অভিনয় দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী
খোন্দকার ইব্রাহিম খালেদের ছোট ভাই মুহাম্মদ খালেদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্র ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরে তিনি বেশ কয়েকদিন ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে, কোভিড থেকে সেরে উঠেছিলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কোভিড থেকে সুস্থ হওয়ার পরেও একাধিক শারীরিক জটিলতা তৈরি হয়েছিল বলে জানান হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার।
তিনি বলেন, কোভিড পরীক্ষায় নেগেটিভ আসার পরেও তার অবস্থা আরও অবনতি হয়েছিল।
আরও পড়ুন: চট্টগ্রাম আ’লীগ নেতা তারেক সোলাইমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক