ছাত্রদের নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।
আরও পড়ুন: হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে বৃহস্পতিবার সারা দেশে 'শহীদি মার্চ'
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, স্মৃতি জাদুঘর নির্মাণ ও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে তারা অন্যান্য দেশের উদাহরণ খতিয়ে দেখবেন।
তিনি বলেন, তারা এটি অপরিবর্তিত রাখবেন (এখন যেমন আছে) এবং গণভবনের ভেতরে একটি জাদুঘর থাকবে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন