মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের ধর্মদহ মাঠে পানের বরজে আগুনে ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় স্কুল শিক্ষক তানজুমান জানান, বিকাল ৪টার দিকে হঠাৎ করেই কাজিপুর সেতুসংলগ্ন ধর্মদহ মাঠজুড়ে পানের বরজে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেন।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
কাজিপুর গ্রামের কৃষক তোজাম আলীর দেড় বিঘা, সোনারুল ইসলামের এক বিঘা, মানিক হোসেনের ২ বিঘা, মঙ্গল আলীর এক বিঘা, ঘেতু মিয়ার দুই বিঘা, পল্টু হোসেনের দুই বিঘা, আক্তার হোসেনের এক বিঘাসহ পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের ৪/৫ জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
গাংনীর বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫০/৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরুপণের কাজ চলছে।
কাজিপুর গ্রামের পানচাষি তোজাম জানান, ‘আমার কাছ থেকে স্থানীয় ফড়িয়ারা ১০ কাঠা জমির পান এক লাখ টাকায় চেয়েছে। এখন পান বাজারে উঠবে। এই সময় এই ধরনের ক্ষতি মানে কৃষকরা শেষ হয়ে যাওয়া।’
পানচাষি সোনারুল জানান, ‘অন্যের জমি বর্গা নিয়ে পান চাষ করেছি। ধার দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করেছি। এখন আমার সব শেষ হয়ে গেল। আমার মাথায় হাত ঋণ পরিশোধ করব কীভাবে বুঝতে পারছি না।’
আরও পড়ুন: টঙ্গীতে আগুনে পুড়েছে ৪টি গুদাম ও দোকান