গাংনী
গাংনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার
গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় নেতা ফিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ফিরাজুল ইসলাম (৪৫) উপজেলার বাহাগুন্দা গ্রামের গোয়ালপাড়া এলাকার গোলাম শাহ’র ছেলে ও ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের ২ নম্বর ওয়ার্ড বাহাগুন্দা গ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রেজানুল হক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের ধারায় বিজ্ঞ সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মায়া চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬
এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ফিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শশক (এসআই) নিখীল চক্রবর্তী।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টার দিকে গ্রেপ্তার ফিরাজুল ইসলামকে আদালতে নেওয়া হবে।
এর আগে এই মামলায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলমকে গ্রেপ্তার করে র্যাব-১২। মামলার আসামি অ্যাডভোকেট শফিকুল আলম জামিনে মুক্তি পেলেও সেই থেকে কারাগারে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জানান, বিগত ১৭ বছর ফিরাজুল ইসলামের অত্যাচার নির্যাতনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা তটস্থ থাকতেন। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানিসহ বাড়ি ঘরে হামলা ভাঙচুর করে আসছিল।
২০১৯ সালে বিএনপি নেতা নুর ইসলামের বাড়িতে তার নেতৃত্বে আগুন দিয়ে চারটি গরু মেরে ফেলা হয়। এছাড়া নুর ইসলামের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছিনে তিনি। ফিরাজুল ইসলামের ভয়ে বিএনপি জামায়াতের অনেক নেতা-কর্মী এলাকা ছাড়া হয়েছিলেন।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার
১ মাস আগে
গাংনীতে জোড়া হত্যা: তিন জনকে আসামি করে মামলা
গাংনীর সানঘাটায় বোন ও ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।
আরও পড়ুন: রুপ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কারাগারে
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিবুল ইসলাম ওহিদকে। অপর আসামিরা হলেন- ওহিদের স্ত্রী স্কুল শিক্ষক মালা খাতুন ও একই গ্রামের বিছার উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম ও মামলার বাদী জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মামলার প্রধান আসামি মহিবুল ইসলামকে ঘটনার দিন মেহেরপুরের আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
উল্লেখ্য, মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় বোন ও ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে মহিবুল ইসলাম ওহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার সকাল ১১টায় উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। নিহত জাকিয়া অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।
এ ঘটনায় আহত হন ওহিদের ভাই জাহিদ হোসেন ও বোন শামীমা আক্তার।
আরও পড়ুন: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে আশিকের মৃত্যু: আওয়ামী লীগের ১০৪ জনের নামে মামলা
২ মাস আগে
গাংনীতে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে গাঁজা বহনের অভিযোগে সবুজ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাহারবাটী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার সবুজ মিয়া (২৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র্যাব—১২ এর সিপিসি—৩ গাংনী ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজারে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাতেই গ্রেপ্তারকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
২ মাস আগে
গাংনীতে র্যাবের অভিযানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু ও গাংনী পৌর যুবলীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দিন কমিশনারকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব—১২)।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে সানোয়ার হোসেন বাবলুকে (৫৫) তার বাড়ি মহিলা কলেজপাড়া এলাকা থেকে এবং নবীর উদ্দিনকে কাঁচাবাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকেআটক করেন র্যাবের পৃথক দুটি টিম।
র্যাব—১২ সিপিসি—৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি এনামুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দুজন নেতাকে আটক করা হয়।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুরে আ.লীগ নেতা আটক
এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব কমান্ডার জানান, আটকদের ক্যাম্পে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
বুধবার (২ অক্টোবর) সকালে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আরও পড়ুন: ভারতে পালাতে গিয়ে জৈন্তাপুর সীমান্তে আ. লীগ নেতা আটক
২ মাস আগে
মেহেরপুরে পানিতে ডুবে কিশোর নিহত
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসমাউল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আসমাউল গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিশিরপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। পেশায় ইঞ্জনচালিত ট্রলির চালক ছিল সে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান বলেন, ‘বন্ধুদের সঙ্গে ওই পুকুরে গোসল করতে যায় আসমাউল। কিন্তু সাতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে যায় সে। খোঁজাখুঁজির এক পর্যায় আসমাউলের লাশ পানিতে ভেসে ওঠে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৪ মাস আগে
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
মেহেরপুর গাংনীতে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম নামে এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
শাহিন বাঁশবাড়ীয়া গ্রামের বাজারপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।
গাংনী পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, শাহিন কাজ শেষ করে নিজ বাড়িতে গোসল করার জন্য বিদ্যুৎ চালিত মটরে পানি নিতে যান। মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আতিকুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুজ্জামান বলেন, হাসপাতালে আসার আগেই শাহিনের মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
৫ মাস আগে
গাংনীতে আগুনে পুড়ে ছাই হলো গরু-ছাগল
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামে কৃষকের গোয়াল ঘরে আগুনে তিনটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গেছে। পরিবার ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (২১ জুন) ভোর ৪টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সহড়াতলা মাদরাসা পাড়ার দিন মজুর কৃষক আব্দুল মজিদ কারিগরের গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আব্দুল মজিদ কারিগর একই এলাকার কৃষক আব্দুল গফুর কারিগরের ছেলে।
আরও পড়ুন: সিলেটে আগুনে পুড়ে গেছে ৯ দোকান ও ৪ অটোরিকশা
কৃষক আব্দুল মজিদ জানান, ভোরে হঠাৎ করে ছাগল ও গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। গোয়াল ঘরে গিয়ে দেখি আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু গোয়ালে থাকা তিনটি ছাগল ও একটি গরু বাঁচাতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, আগুনে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু ছাগলকে মশার হাত থেকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিল। কয়েল থেকে আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
৬ মাস আগে
গাংনীতে পান বরজে আগুন, ৬০ লাখ টাকার ক্ষতি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের ধর্মদহ মাঠে পানের বরজে আগুনে ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় স্কুল শিক্ষক তানজুমান জানান, বিকাল ৪টার দিকে হঠাৎ করেই কাজিপুর সেতুসংলগ্ন ধর্মদহ মাঠজুড়ে পানের বরজে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেন।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
কাজিপুর গ্রামের কৃষক তোজাম আলীর দেড় বিঘা, সোনারুল ইসলামের এক বিঘা, মানিক হোসেনের ২ বিঘা, মঙ্গল আলীর এক বিঘা, ঘেতু মিয়ার দুই বিঘা, পল্টু হোসেনের দুই বিঘা, আক্তার হোসেনের এক বিঘাসহ পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের ৪/৫ জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
গাংনীর বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫০/৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরুপণের কাজ চলছে।
কাজিপুর গ্রামের পানচাষি তোজাম জানান, ‘আমার কাছ থেকে স্থানীয় ফড়িয়ারা ১০ কাঠা জমির পান এক লাখ টাকায় চেয়েছে। এখন পান বাজারে উঠবে। এই সময় এই ধরনের ক্ষতি মানে কৃষকরা শেষ হয়ে যাওয়া।’
পানচাষি সোনারুল জানান, ‘অন্যের জমি বর্গা নিয়ে পান চাষ করেছি। ধার দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করেছি। এখন আমার সব শেষ হয়ে গেল। আমার মাথায় হাত ঋণ পরিশোধ করব কীভাবে বুঝতে পারছি না।’
আরও পড়ুন: টঙ্গীতে আগুনে পুড়েছে ৪টি গুদাম ও দোকান
৮ মাস আগে
মেহেরপুরে ১১৫ বোতল ফেনসিডিলসহ ৪০০ গ্রাম গাঁজা জব্দ, গ্রেপ্তার ৫
মেহেরপুর গাংনীতে পৃথক চার অভিযানে ১১৫ বোতল ফেনসিডিলসহ ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিলেটে জাল নোট জব্দ, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তাররা হলেন- স্বপন আলি, লিটন, টোফেন ওরফে খালিদ মাহমুদ, মামুনর রশিদ ও মো. সজল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম শুক্রবার দুপুর ১২টার সময় নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান।
তিনি বলেন, করমদি গ্রামের স্বপন আলি ও লিটনকে ১০৫ বোতল ফেনসিডিল জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
পলাশীপাড়া গ্রামের টোফেন ওরফে খালিদ মাহমুদকে ১০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের মামুনর রশিদকে ২০০ গ্রাম গাঁজা জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মো. সজলকে ২০০ গ্রাম গাঁজা জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। পরে পাঁচজনকে শুক্রবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ, আটক ২৩
কক্সবাজারে ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, যুবক আটক
৮ মাস আগে
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত
জেলার গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
৪ বছর আগে