ঢাকা, ০৫ মে (ইউএনবি)- ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া তিনি ঘূর্ণিঝড়ের সময় নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
ঘূর্ণিঝড় ফণি শনিবার সকালে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। এটি স্থলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর-সাতক্ষীরা অঞ্চল হয়ে দেশে প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হয়।
সরকারের পর্যাপ্ত প্রস্তুতির কারণে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পেয়েছে।
ঘূর্ণিঝড় ফণি দেশের বড় ধরনের কোনো ক্ষতি না করায় মহান আল্লাহর প্রতি শনিবার শুকরিয়া প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।