কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের আন্দরকিল্লার হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান জে এম সেন হলে হামলার ঘটনায় ৮৩ জনের নাম উল্লেখ করে অন্তত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) বিকালে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
এর আগে গতকাল শুক্রবার বিকালে মিছিল নিয়ে জে এম সেন হলের পূজামণ্ডপে হামলার পর থেকে আজ শনিবার পর্যন্ত ৮৩ জনকে আটক করেছে পুলিশ। হামলার পর সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয়। ভিডিও ফুটেজ দেখে মামলায় ৮৩ আসামিকে গ্রেপ্তার অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। তাদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম আন্দরকিল্লায় আয়োজিত মিছিল থেকে জেএম সেন হল প্রাঙ্গণের পূজামণ্ডপে একদল বিক্ষোভকারী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা পূজা উপলক্ষে টানানো ব্যানার, পেস্টুন ছিঁড়ে ফেলে ইটপাটকেল ছুঁড়ে। তবে এতে মণ্ডপের ভেতরে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এ ঘটনার প্রতিবাদে প্রতিমা বিসর্জনের কর্মসূচি তাৎক্ষণিক স্থগিত করলেও পরে রাতে প্রতিমা বিসর্জন করা হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দরকিল্লা ও জে এম সেন হল এলাকায় হরতাল পালন করা হয়।
আরও পড়ুন: কোরআন অবমাননা: ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে
কুমিল্লায় কোরআন অবমাননা: চট্টগ্রামে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
কুমিল্লায় `পবিত্র কোরআন অবমাননা’, শান্ত থাকার আহ্বান সরকারের