পূজামণ্ডপে হামলা
জেএমসেন হল পূজামণ্ডপে হামলা: গ্রেপ্তার আরও ১০
চট্টগ্রাম মহানগরীর জেএমসেন হলে দুর্গাপূজার মণ্ডপে হামলার চেষ্টা ও ইট-পাটকেল নিক্ষেপের মামলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের চার নেতাসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুব অধিকার পরিষদের নেতারা হলেন-বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এন এম নাছির উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ এবং বায়েজিদ থানার আহ্বায়ক ডা. রাসেল। এছাড়া অন্যরা হলেন-ইয়ার মোহাম্মদ, মো. গিয়াস উদ্দিন, মো. মিজান, ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান ও ইমরান হোসেন।
পুলিশ জানায়, জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টার সময় ধারণকৃত ছবি এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাদের শনাক্ত করা হয়।
পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৭
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে হামলার পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা ঘটনার দিন গত শুক্রবার ধর্ম অবমাননার প্রতিবাদে নগরীর আন্দরকিল্লা থেকে বের করা মিছিল থেকে পরিকল্পিতভাবে জেএমসেন হল পূজামণ্ডপে হামলা চালায়।
এর আগে ১৬ অক্টোবর জেএমসেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টার ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলা অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাটি দায়ের করেন।
পড়ুন: মন্দিরে হামলার উস্কানির অভিযোগে ইসলামী বক্তা আটক
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা দেশের চেতনার বেদীমূলে হামলা: তথ্যমন্ত্রী
৩ বছর আগে
কুমিল্লায় সহিংসতা: আহত একজনের মৃত্যু
কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
নিহত দিলীপ দাস (৬২) অভিনয় শিল্পী অধরা প্রিয়ার বাবা। নগরীর গাঙচর এলাকার বাসিন্দা তিনি।
জানা গেছে, ১৩ অক্টোবর রাজরাজেশ্বরী কালীবাড়ির পূজামণ্ডপের সামনে মাথায় ইটের আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকায় নেয়া হয়।
কুমিল্লা মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।’
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন জানান, আহত দিলীপ দাস মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।
পড়ুন: মাগুরায় স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২
রংপুরে হিন্দুপল্লীতে আগুন: জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১
রংপুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ বছর আগে
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: ৫০০ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের আন্দরকিল্লার হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান জে এম সেন হলে হামলার ঘটনায় ৮৩ জনের নাম উল্লেখ করে অন্তত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) বিকালে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
এর আগে গতকাল শুক্রবার বিকালে মিছিল নিয়ে জে এম সেন হলের পূজামণ্ডপে হামলার পর থেকে আজ শনিবার পর্যন্ত ৮৩ জনকে আটক করেছে পুলিশ। হামলার পর সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয়। ভিডিও ফুটেজ দেখে মামলায় ৮৩ আসামিকে গ্রেপ্তার অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। তাদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম আন্দরকিল্লায় আয়োজিত মিছিল থেকে জেএম সেন হল প্রাঙ্গণের পূজামণ্ডপে একদল বিক্ষোভকারী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা পূজা উপলক্ষে টানানো ব্যানার, পেস্টুন ছিঁড়ে ফেলে ইটপাটকেল ছুঁড়ে। তবে এতে মণ্ডপের ভেতরে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এ ঘটনার প্রতিবাদে প্রতিমা বিসর্জনের কর্মসূচি তাৎক্ষণিক স্থগিত করলেও পরে রাতে প্রতিমা বিসর্জন করা হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দরকিল্লা ও জে এম সেন হল এলাকায় হরতাল পালন করা হয়।
আরও পড়ুন: কোরআন অবমাননা: ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে
কুমিল্লায় কোরআন অবমাননা: চট্টগ্রামে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
কুমিল্লায় `পবিত্র কোরআন অবমাননা’, শান্ত থাকার আহ্বান সরকারের
৩ বছর আগে
চট্টগ্রামে ৪ ঘণ্টা পর প্রতিমা বিসর্জন শুরু
চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হল পূজামণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন বন্ধ রাখার চার ঘণ্টা পর আবারও প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য্য জানান, কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম আন্দরকিল্লায় আয়োজিত মিছিল থেকে জেএম সেন হলের পূজামণ্ডপে হামলার ঘটনায় আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রতিমা বিসর্জনে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করায় মহানগরের অধীনে থানা পূজা কমিটিকে প্রতিমা বিসর্জন শুরু করার জন্য বলে দেয়া হয়েছে। জেএম সেন হলের প্রতিমা বিসর্জন করা হবে নেভাল-২ এলাকায়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
৩ বছর আগে