স্বাধীনতা দিবসে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে প্রথম আলোর সম্পাদক,নির্বাহী সম্পাদক ও প্রতিবেদককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রামের এক আইনজীবী।
অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস নামে এই আইনজীবী প্রথম আলোর ঠিকানায় পাঠানো এ নোটিশে সাতদিনের মধ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।
বুধবার (২৯ মার্চ) দেওয়া এই আইনি নোটিশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ এবং প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বিবাদী করা হয়।
লিগ্যাল নোটিশ দেওয়া আইনজীবী মিঠুন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘স্বাধীনতা দিবসে এ ধরনের মিথ্যা খবর প্রথম আলো ইচ্ছাকৃতভাবে ছেপেছে। এটা প্রতীয়মান হয়েছে যে তারা পরস্পরের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে মহান স্বাধীনতা দিবসে অসৎ উদ্দেশ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সচিত্র প্রতিবেদনটি প্রকাশ করেছেন। তাই ডাকযোগে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে
ঢাবিতে প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর