চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চবির সকল বর্ষের ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে চালু হবে। সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক সভা ব্যতীত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
এছাড়া শিক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখার জন্যও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে, গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা আছে।
আরও পড়ুন: মধ্যরাতে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২
আজ থেকে শুরু চবির ভর্তি পরীক্ষা, থাকছে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা