চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে শুকরানী বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার(৫ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী শুকরানী বেগম একই ইউনিয়নের মহেশপুর গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৈতন্যপুর এলাকার সবুর আলীর সঙ্গে বেশ কিছু দিন থেকে জমিজমা নিয়ে তার ভাতিজা মামুন ও নিয়ামতের বিরোধ চলছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মামুন ও নিয়ামত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে বাবার বাড়িতে অবস্থানরত শুকরানি বেগম ধারালো অস্ত্র দিয়ে আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।
আহত হন নিহত শুকরানী বেগমের মা-বাবাসহ তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।