চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের নলডুবি ব্রিজ এলাকা থেকে অস্ত্র ও গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করে বিজিবি।
আটক শফিকুল ইসলাম (৩৫) নলডুবি শান্তিরমোড় এলাকার ভদু মিয়ার ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার প্রাইভেটকারে ককটেল হামলা, আহত ২
আটকের সময় তার কাছ থেকে ১টি অবৈধ পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২ কেজি গাঁজা জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, অবৈধ অস্ত্রের চোরাচালান হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির হাবিলদার সানোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ১৮৩/৪ এস নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে নলডুবি ব্রিজ এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান শুরু করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৯
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানে থাকা শফিকুলের ব্যাগে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গাঁজা জব্দ করে তাকে আটক করে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে এবার কমেছে আমের মুকুল, লোকসানের আশঙ্কায় কৃষকরা