উপজেলার রামচন্দ্রপুরহাট ঘোনটোলার ফজলু মোন্নার ছেলে টুটুলকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দাবি করে পুলিশ জানায়, সে হত্যা, অস্ত্র ও নাশকতাসহ ১৭টি মামলার আসামি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিশ আলীর ভাষ্য, আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন বানচাল করার জন্য তালিকাভুক্ত কতিপয় সন্ত্রাসী মহারাজপুর মেলার মোড়ে নির্মানাধীন একটি বাড়িতে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল শনিবার দুপুর ১টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
ওসির দাবি, এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে পুলিশ বাড়ির ভেতর থেকে সন্ত্রাসী টুটুলকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫টি রামদা, ফেনসিডিলের বেশ কিছু খালি বোতল, খেলার তাস উদ্ধার করা হয়েছে।
আহত টুটুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।