আবেদনটি শুনানির জন্য সোমবার নতুন আরেকটি বেঞ্চে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন সকালে এ রিট আবেদন করেন। এতে বাণিজ্য ও শিল্প সচিব, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে বিবাদী করা হয়েছে।
চামড়ার অপ্রত্যাশিত দরপতন প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না, দরপতনের কারণ খুঁজতে একটি বিচারিক তদন্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না ও দরপতনের সঙ্গে দায়ীদের ব্যবসায়িক নিবন্ধন কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে আবেদনে।
ব্যারিস্টার মহিউদ্দিন বলেন, ‘রিটটি আজকে দুটি বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত শুনানির জন্য তা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। আগামীকাল অন্য একটি বেঞ্চে এটি উপস্থাপন করব।’
দেশে চামড়ার বিশাল বাজার রয়েছে। এ শিল্পের বড় যোগান দেয় কোরবানির পশুর চামড়া। বিগত সময়ে চামড়ার ব্যাপক চাহিদা থাকলেও গত কয়েক বছর থেকে তার দাম কমতে থাকে। আর এ বছর চামড়ার ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। তবে ভাগ্যের জোরে কেউ বিক্রি করতে পারলেও তা দিয়ে দিতে হয়েছে পানির দামে। আবার অনেকে রাস্তায় চামড়া ফেলে দেন এবং সেগুলো তুলে নিয়ে ভাগাড়ে ফেলে দেয় পরিচ্ছন্নতা কর্মীরা।